ভাষা আন্দোলন সম্পর্কিত প্রশ্ন-উত্তর
• ১ সেপ্টেম্বর ১৯৪৭ : সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা। [সূত্র: বাংলাপিডিয়া]
• ১৫ সেপ্টেম্বর ১৯৪৭ : ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে তমদ্দুন মজলিস ঢাকা কলেজে ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?” শীর্ষক সেমিনার আয়োজন করে । * ১৫ সেপ্টেম্বর ১৯৪৭ : ‘তমদ্দুন মজলিস' ভাষা আন্দোলন বিষয়ক পুস্তিকা ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু প্রকাশ করে।
• ১ অক্টোবর ১৯৪৭ : প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ৷
• ১ অক্টোবর ১৯৪৭ : নূরুল হক ভূঁইয়া প্রথম রাষ্ট্রভাষা .. সংগ্রাম পরিষদের আহ্বায়ক ।
• ২১ মার্চ ১৯৪৮ : মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঘোষণ দেন ‘State Language of Pakistan is going be Urdu & no other Language.' (উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা— অন্য কোনো ভাষা নয়)
• ২৪ মার্চ ১৯৪৮ : মুহাম্মদ আলী জিন্নাহ, কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে 'Urdu & only Urdu shall be the state language of Pakistan' (উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা) ঘোষণা দেন
* ১৪ নভেম্বর ১৯৪৮ : তমদ্দুন মজলিসের উদ্যোগে প্রথম ‘সাপ্তাহিক সৈনিক' পত্রিকা প্রকাশিত হয়।
• ১৯৫০ : পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঘোষণা করেন ‘উর্দুই পাকিস্তানের জাতীয় ভাষা হবে
*.১১ মার্চ ১৯৫০ : রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ‘বিশ্ববিদ্যালয় • রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয় ।
• ২৬ জানুয়ারি ১৯৫২ : ঢাকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দীন ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা' ঘোষণা দেন। ৩০ জানুয়ারি ১৯৫২ : রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয় ।
ডিসেম্বর ১৯৪৭ : করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে প্রভাতফেরির গান । মৃত্যুকে যারা তুচ্ছ করিল....
উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম গৃহীত হয় ।
• ১৯৪৮ : করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে আরবি হরফে বাংলার প্রচলন করার প্রস্তাব করা হয়।
* ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ : ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান
• ১১ মার্চ ১৯৪৮ : গণপরিষদের ভাষা তালিকা থেকে বাংলাকে বাদ দেওয়া হয় ।
| ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়— ১৯৫২ সালে। [৪৫তম বিসিএস], ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি'-গানটি কে রচনা করেন?- আবদুল গাফ্ফার চৌধুরী ॥[৪৪তম, ১৯তম, ১০ম বিসিএস] । কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?— সিয়েরা লিওন। [৪৪তম বিসিএস] । UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?— ১৭ নভেম্বর ১৯৯৯ । [৪৪তম বিসিএস]
। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?— তমদ্দুন মজলিস । [৪২তম বিসিএস । বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?— ৭ মে ১৯৫৪। [৩৬তম বিসিএস
ভাষা আন্দোলনের ইতিহাস | সম্পাদক অধ্যাপক আবুল কাসে জীবন থেকে নেয়া পরিচালক জহির রায়হান পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাবে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন?- ধীরেন্দ্রনাথ দত্ত। [৩৫তম বিসিএস; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ২০২০
কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?— ১৯৫৬। সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক ২০২৩]
ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলে
বরকত। [স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট-২০২৩ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়?— তমদ্দুন মজলিশ। প্রাথমিক শিশু
অধিদপ্তরের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ২০২০]
কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম কোন তারিখে নির্মিত হয়। ২৩ ফেব্রুয়ারি ১৯৫২। [ফায়ার সার্ভিস অ্যান্ড সিভি ডিফেন্সের ফোরম্যান ২০১৯
• ২০ ফেব্রুয়ারি ১৯৫২ : নুরুল আমীন সরকার ছাত্র
• ২৯ ফেব্রুয়ারি ১৯৫৬ : বাংলা পাকিস্তানের দ্বিতীয় আন্দোলনের ভয়ে ১৪৪ ধারা জারি করে মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ করে।
• ২১ ফেব্রুয়ারি ১৯৫২: ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা মেডিকেল কলেজের আমতলায় ভাষা সৈনিক আ ন ম গাজীউল হকের সভাপতিত্বে ছাত্র যুবক সমাবেশ হয় ।
• ২৩ ফেব্রুয়ারি ১৯৫২ : প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় (নকশাকার ডা. বদরুল আলম)।
• ২১ ফেব্রুয়ারি ১৯৫৩ : ‘কবর' নাটকটি প্রথম মঞ্চস্থ করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ।
• ৭ মে ১৯৫৪': পাকিস্তানের গণপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি বা মর্যাদা দিয়ে প্রস্তাব গ্রহণ করে । • ১২ আগস্ট ১৯৫৫ : মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ গণপরিষদে প্রথম বাংলায় বক্তৃতা দেন ।
• ২১ ফেব্রুয়ারি ১৯৫৬ : কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। নাম রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায়।
• ২৩ মার্চ ১৯৫৬ : সংবিধান কার্যকরের মাধ্যমে বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে চূড়ান্ত সাংবিধানিক স্বীকৃতি পায় ।
• ১ মার্চ ১৯৬২ : পাকিস্তানের দ্বিতীয় সংবিধানে জাতীয় ভাষা হিসেবে ‘বাংলা’ স্বীকৃতি পায় ।
• ২১ ফেব্রুয়ারি ১৯৬৩ : কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন ।
• ১৯৮৭ : বাংলা ভাষা প্রচলন আইন জাতীয় সংসদে পাস হয় ৷
* ১৭ নভেম্বর ১৯৯৯ : ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ।
• ১৫ মার্চ ২০০১ : ঢাকার সেগুনবাগিচায় জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনান-এর উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ।
• ১৬ জুলাই ২০০৬ : বাংলাদেশের বাইরে সরকারি অর্থায়নে প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় জাপানের টোকিওতে।
[সূত্র : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : প্রথম খণ্ড (পৃষ্ঠা ২৩০) এবং একুশে ফেব্রুয়ারী সংকলন (পৃষ্ঠা ১৩৯) জাতীয় রাজনীতি ১৯৪৫-১৯৭৫; লেখক ভাষা সৈনিক অলি আহাদ (পৃষ্ঠা ১৩০)।]
| বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে?— যুক্তরাজ্য। ICGDF'র জুনিয়র অডিটর ২০১৯ | ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বঙ্গাব্দ কত তারিখ ছিল? - ৮ ফাল্গুন। [সরকারি মাধ্যমিক বিদ্যালয়'র সহকারী শিক্ষক ২০১৯ ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?— ৩০তম । [১৬তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল পর্যায়) ২০১৯] | ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?— বাঙালি জাতীয়তাবাদ । [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১৯]
। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ‘বায়ান্নর দিনগুলো' তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন?— মহিউদ্দিন আহমদ। [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর ২০১৮]
| বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়? – ১১ মার্চ ১৯৪৮ । [জাতীয় বিশ্ববিদ্যালয়ের
। সম্প্রতি ভারতের কোন রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?— ঝাড়খণ্ড। [স্বাস্থ্য মন্ত্রণালয়'র সহকারী প্রকৌশলী ২০১৬]
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল? – ১৩৫৮। [NSI'র সহকারী পরিচালক ২০১৫
| During the language movement form 1948 to 1952, each year which of the following days was celebrated as Language Day' ? [Exim Bank Ltd. Trainee Officer 2020] - 11 March | The bank note of Bangladesh which has the impression of Central Shaheed Minar is— Tk. 2 note | [Bangladesh Bank Officer 2019]
১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পূর্ববাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? — নূরুল আমিন । [চবি ২০২১-২২ 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি.... গানটির প্রথম সুর করেছিলেন— আবদুল লতিফ। [জাবি
২০২০-২১]
UNESCO কোন সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয়?— ১৯৯৯ সালে । চবি ২০২০-২১ । ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ আবুল বরকতের ডাক নাম কী ছিল?— আবাই । [ঢাবি ২০১৬-১৭
ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?— খাজা নাজিমুদ্দিন।


If you have any issue about this post please comment here
ReplyDelete