লিপ ইয়ার কেন হয় | ৩৬৬ দিনে বছর ২০২৪ | লিপ ইয়ার নামকরণের কারণ | লিপ ইয়ারের ইতিহাস

0

 ৩৬৬ দিনে বছর ২০২৪


প্রতি চার বছর পর, ক্যালেন্ডার আমাদের একটি ছোট উপহার দেয়— একটি অতিরিক্ত দিন। এই ঘটনাটি অধিবর্ষ বা লিপ ইয়ার নামে পরিচিত।


লিপ ইয়ার কেন হয়  ৩৬৬ দিনে বছর ২০২৪   লিপ ইয়ার নামকরণের কারণ  লিপ ইয়ারের ইতিহাস



লিপ ইয়ার কেন হয় ?


আমরা বছর গণনা করি ৩৬৫ দিনে। কিন্তু পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ৩৬৫ দিনের কিছু বেশি সময় লাগে। এই সময়টা হলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। প্রতি চার বছরে আমাদের এই না হিসাব করা সময়টা মিলে প্রায় একদিন হয়ে যায়। সেই বছরে থাকে ৩৬৬ দিন। এই বাড়তি দিনটাই হলো ২৯ ফেব্রুয়ারি। আর এরকম বছরকেই বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ ।

লিপ ইয়ার নামকরণের কারণ লিপ (leap) অর্থ লাফ দেওয়া। সাধারণত কোনো তারিখ কোনো বছরে মঙ্গলবার হলে পরের বছর এটি একদিন অগ্রসর হয়ে বুধবার হয়। কিন্তু লিপ ইয়ারে এটি লাফ দিয়ে দুইদিন অগ্রসর হয় (১ মার্চ-৩১ ডিসেম্বর তারিখগুলো)। ২০২২ সালের ২৬ মার্চ শনিবার। ২০২৩ সালের ২৬ মার্চ রবিবার কিন্তু ২০২৪ সালের ২৬ মার্চ মঙ্গলবার (সোমবারের পরিবর্তে)

অর্থাৎ, দিন একদিন লাফ দিয়ে সামনে এগিয়েছে তথা leap হয়েছে। আর এভাবেই লিপ ইয়ার নামকরণ করা হয়।

জেনে রাখুন---

■ লিপার/লিপিং যেসব শিশুর জন্ম লিপ ইয়ারে তাদেরকে লিপার লিপিং বলা হয়। এসকল শিশুরা তাদের প্রকৃত জন্মদিন ৪ বছর অন্তর পালন করতে পারে এবং সাধারণ বছরগুলোতে ২৮ ফেব্রুয়ারি অথবা ১ মার্চ তারা জন্মদিন পালন করে ।


৪৯০৯ সালের উল্টো লিপ ইয়ার সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর প্রায় ৩৬৫.২৪২১৯ দিন লাগে। তাই প্রতি ৪ বছরে একবার ফেব্রুয়ারি মাসে এক দিন যোগ করে বছরের হিসাব ঠিক রাখা হয়। কিন্তু এই হিসাবের কারণে আমরা প্রতিবছর ২৬ সেকেন্ড করে এগিয়ে যাচ্ছি। ৪৯০৯ সাল নাগাদ আমরা পুরো এক দিন পিছিয়ে পড়ব। তখন হিসাব মেলাতে আমাদের সেই বছরে ফেব্রুয়ারি মাস করতে হবে ২৭ দিনের। অর্থাৎ ৪৯০৯ সালে আমরা পাব উল্টো লিপ ইয়ার । গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস প্রতি চার বছরে লিপ ইয়ারে অনুষ্ঠিত হয়।

লিপ ইয়ারের ইতিহাস

৪৫ খ্রিষ্টপূর্বাব্দে রোমান শাসক জুলিয়াস সিজার লিপ ইয়ার ধারণ প্রবর্তন করেন। পূর্বে রোমানদের বর্ষপঞ্জি ৩৫৫ দিনে গণনা ব হতো পরবর্তীতে ৩৬৫ দিনে বছরের হিসাবে চালু করেন, জুলিয়ান বর্ষপঞ্জি হিসেবে পরিচিত। সিজারের রাজ জ্যোতিি সোসিজেনেসের গণনা অনুসারে প্রতি চার বছর পর পর ফেব্রুয়া মাসে ২৮তম দিনের পরে একটি বাড়তি দিন যোগ করে এই চতু বছরটিকে লিপ ইয়ার ঘোষণা করা হয় । কিন্তু জুলিয়াস সিজার প্রবর্তি বর্ষপঞ্জিতেও কিছুটা ভুল থেকে যায়। কারণ জুলিয়াস সিজার যেখা বৎসরের ব্যাপ্তি ধরেন ৩৬৫.২৫ সৌরদিবস (৩৬৫ দিন ৬ ঘন্টা প্রকৃতপক্ষে সেটি হবে ৩৬৫.২৪২১৯ সৌর দিবস ( ৩৬৫ দিন ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড) যা জুলিয়ান ক্যালেন্ডার থেকে ১ মিনিট ১৩ সেকেন্ড বা ০.০০৭৮ দিন কম। যা জুলিয়ান ক্যালেন্ড অনুসারে ১৪৮৩ বছরে ১১ দিন অতিরিক্ত হয়। ১৫৮২ সালে রোমে ত্রয়োদশ পোপ সেন্ট গ্রেগরী (৮ম) জুলিয়ান বর্ষপঞ্জি পরিমার্জন করেন তিনি ১৫৮২ সালের হিসাব থেকে ১০ দিন বাদ দিয়ে বর্ষপি সংশোধন করেন এবং বলেন যে শতবর্ষীয় সালগুলো ৪০০ দ্বার বিভাজ্য নয় সে সালগুলোকে ‘অধিবর্ষ বা লিপ ইয়ার হিসেবে গ করা হবে না। কেননা প্রতি চারশত বছরে ১০০টি নয় বরং ৯৭ লিপ ইয়ার প্রয়োজন। এই কারণে ১৭০০, ১৮০০ ও ১৯০০ সা 'লিপ ইয়ার ছিল না কিন্তু ১৬০০ ও ২০০০ সাল লিপ ইয়ার ছিল।


ইতিহাসের পাতায় ২৯ ফেব্রুয়ারি

| ১৭১২ : সুইডেনে ২৯ ফেব্রুয়ারির পর ৩০ হয়। এর কারণ তারা আগের ফেব্রুয়ারি পালনের সিদ্ধান্ত নিয়মে ফিরতে চেয়েছিল


| ১৭৯৬ : যুক্তরাষ্ট্র আর গ্রেট ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়।


| ১৮৫৬ : লর্ড ক্যানিং গভর্নর জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন।


| ১৯৩৬ : গন উইথ দ্য উইন্ড ছবির জন্য ম্যাক ড্যানিয়েল প্রথম আফ্রিকান আমেরিকান হিসেবে অস্কার পান।


|১৯৭২ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে মালাউই ।


জন্ম


| ১৪৬৮ : পোপ দ্বিতীয় পল । ১৬৯২ জন বায়রম, ইংরেজ কবি ।


| ১৯২০ : হাওয়ার্ড নেমে ভ আমেরিকান কবি । ■ মৃত্যু


| ১৮২০ : জোহান জোয়াকি এস্কেনবার্গ, জার্মান ইতিহাসবি ও সমালোচক।


| ২০০৮ : জ্যানেট কাগান, আমেরিকান লেখক। ॥ ২০০৮ : আকিরা ইমাদা জাপানি পণ্ডিত ও দার্শনিক। । ২০১২ : ডেভি জোন্স, ইংরেজ গায়ক।


| ২০১২ : পি. কে. নারায়ণ পানিকর, ভারতীয় সামাজিক নেতা।


Post a Comment

0Comments
Post a Comment (0)